এই বইগুলো আপনার কেন প্রয়োজন??
আমরা আজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জানিনা বলেই তাঁর সুন্নাহ থেকে বিমুখ হই, তাঁর সুন্নাহ-কে সেকেলে মনে করি। তাঁর রেখে যাওয়া আদর্শকে ব্যক্তি-সমাজ-রাষ্ট্রীয় জীবনে অপাঙ্ক্তেয়, অমীমাংসিত মনে করি। অন্যসব বাতিল বিশ্বাস আর মতাদর্শকে তাঁর আনীত দ্বীনের উপর প্রাধান্য দিই।অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন,
“তোমাদের মধ্যে যারা আল্লাহ ও শেষ দিনের আশা রাখে—তাদের জন্য আল্লাহর রাসূলের জীবনে রয়েছে উত্তম আদর্শ।” [সূরা আল-আহযাব, ৩৩ : ২১]
এসবকিছু আমরা করি তাঁর সম্পর্কে ভালোভাবে জানিনা বলেই।যদি আমরা তাঁর সম্পর্কে ভালোভাবে জানতাম তবে কখনোই তাঁর সুন্নাহ-কে সেকেলে মনে করতাম না, তাঁর আনীত দ্বীন আর শারিয়াহ-কে অপাঙ্ক্তেয়, অমীমাংসিত মনে করতাম না।
গ্যারান্টি দিয়ে বলছি আপনার এই টাকা বিফলে যাবে না ইনশাআল্লাহ। কারণ বইগুলোতে থাকা প্রত্যেকটি গল্প নেওয়া হয়েছে কুরআন, হাদীস ও সীরাতের বিশুদ্ধ কিতাব থেকে।