Description
মুমিনের পাথেয় – মুসলিমমাত্রই পরকালকে বিশ্বাস করে। দুনিয়া যে চিরস্থায়ী কোনো আবাস সেটাও বিশ্বাস করে। পাশাপাশি এটাও বিশ্বাস করে যে, মৃত্যুর মধ্য দিয়ে নতুন এক জীবনের সূচনা হবে। আর ওই জীবনটাই চিরস্থায়ী। যেটার শুরু আছে কিন্তু শেষ নেই। ওটাই আমাদের গন্তব্য। ওখানে পৌঁছানোর জন্যেই দুনিয়ায় এসেছি আমরা। তবে কীসের আশায় আমরা এই দুনিয়ার পেছনে লেগে গেলাম? কেন দুনিয়াবি চাকচিক্যের মোহে পড়ে মঞ্জিলের কথা ভুলে গেলাম? কেন পরপারের পাথেয় অর্জন না করে দুনিয়ার পেছনে দিবানিশি ছুটে চললাম? এখনও কি বোঝার সময় হয়নি? পাথেয় সংগ্রহ করার দিকে মনোযোগ দেবার সময় কি এখনও হয়নি?
আসুন, গন্তব্যে পৌঁছোবার প্রস্তুতি নিই। নিশ্বাস ফুরোবার আগেই সফরের পাথেয় জোগাড় করি। আপনার সফরের পাথেয় অর্জনে সঠিক দিক-নির্দেশনা দেওয়ার জন্যে মাকতাবাতুল বায়ানের ২ খন্ডের অসাধারন বই “মুমিনের পাথেয়”।
সুন্দর সম্পর্ক বিনিময়ে জান্নাত – ইসলামের সকল বিধি-বিধানকে যথাক্রমে ঈমান, ইবাদাত, মুআমালাত, মুআশারাত ও আখলাক—এই পাঁচটি ভাগে ভাগ করা হয়ে থাকে। এই পাঁচের সমন্বয়েই গড়ে উঠে ইসলাম নামক প্রাসাদ। এর একটি অংশ অন্য অংশের পরিপূরক। গুরুত্বের বিচারে কোনটাই খাটো নয়। তাই সবগুলোর ওপরই সমানভাবে যত্নশীল থাকা উচিত। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা সালাত-সিয়ামের প্রতি যতটুকু মনোযোগী, সুন্দর আচরণ ও উত্তম ব্যবহারের প্রতি ঠিক ততটাই অমনোযোগী। অথচ এগুলোকে বাদ দিয়ে পূর্ণাঙ্গ মুসলিম হওয়া সম্ভব নয়।
উন্নত আখলাক ও সুন্দর আচার-আচরণের গুরুত্ব নিয়ে সালাফে সালিহীন অসংখ্য বই-পুস্তক রচনা করে গিয়েছেন। ‘সুন্দর সম্পর্ক বিনিময়ে জান্নাত’ বইটি তেমনই একটি বইয়ের বঙ্গানুবাদ।
আপনার প্রয়োজন আল্লাহকে বলুন – মহান স্রষ্টার সন্তুষ্টি অর্জনের অন্যতম পন্থা হলো যিকির। একদিকে যা ব্যাথাতুর হৃদয়কে নির্মল করে, অপরদিকে তা পরকালীন নাজাত নিশ্চিত করে। যিকির মুমিনদের অন্তরে তাকওয়াকে সঞ্চারিত করে। পার্থিব লোভ-লালসাকে দূরীভূত করে।
.
আফসোসের বিষয় হলেও সত্য—এই যিকির নিয়েই মুসলিম সমাজ আজ দ্বিধাবিভক্ত। একদিকে বিষয়টিকে অবহেলা করা হচ্ছে। অপরদিকে যিকিরের নামে এমন কিছু কথার প্রচলন করা হচ্ছে, যার সাথে কোরআন-হাদীসের কোনো সম্পর্ক নেই। আবার সেসব মিথ্যে যিকিরকে প্রতিষ্ঠিত করতে নতুন নতুন হাদীস বানানো হচ্ছে।
যিকির নিয়ে আমাদের সালাফগণ বিভিন্ন সময়ে কলম ধরেছেন। উম্মাহকে সচেতন করেছেন। কোরআন ও সুন্নাহভিত্তিক যিকিরগুলো একত্রিত করে কিতাব রচনা করেছেন। ঠিক তেমনই এক কিতাবের নাম ‘আল-কালিমুত তাইয়িব’। ‘কালিমুত তাইয়িব’ গ্রন্থে লেখক এমন সব যিকির একত্রিত করেছেন, যা কোরআন ও সুন্নাহয় বর্ণিত হয়েছে। বইটির লেখক ইবনু তাইমিয়া।
শাইখুল ইসলামের ‘আল-কালিমুত তাইয়িব’ গ্রন্থটির অনুবাদ “আপনার প্রয়োজন আল্লাহকে বলুন”।
Reviews
There are no reviews yet.